সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন


464 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
মার্চ ১০, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

নাজমুল আলম মুন্না, সাতক্ষীরা ::
“জানবে বিশ্ব জানবে দেশ-দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে শনিবার সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত র‌্যালিতে নেতৃত্ব প্রদান করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন।
র‌্যালি পরবর্তী এক আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা একি মিত্র চাকমা, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাতক্ষীরা পৌরসভা, বরসা, বিশ্ব খাদ্যে কর্মসূচি, প্রাক্টিক্যাল এ্যাকশন বাংলাদেশ ও সুশীলন, আরা, ওয়ার্ল্ড ভিশন, আশ্রয় ফাউন্ডেশন, অক্সফাম, ব্র্যাক, ইসলামিক রিলিফ, অগ্রগতি সংস্থা, স্বদেশ, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, রোভার স্কাউট, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ২ শতাধিক ছাত্র -ছাত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাব্লিউএফপির প্রতিনিধি মোঃ মামুনুর রশিদ, সুশীলন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান প্রমুখ।
জেলা প্রশাসক তিনি তার বক্তব্যের পালায় তিনি হলরুমে ঘুরে ঘুরে ছাত্র-ছাত্রীদের কাছে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন এবং উত্তর প্রদান করেন। পরিশেষে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সংক্রান্ত মহড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা প্রদর্শন করেন ।