সাতক্ষীরায় জাতীয় পর্যায়ে কর্মরত সংস্থার জেলা প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা


406 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় জাতীয় পর্যায়ে কর্মরত সংস্থার জেলা প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা
মার্চ ২৮, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

নাজমুল আলম মুন্না, সাতক্ষীরা ::
বুধবার সকাল ১০ টায় কোস্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর উইমেন (সিডো) সাতক্ষীরার আয়োজনে এবং এ্যাকশন এইড বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় ক্যাথলিক মিশন সাতক্ষীরার হলরুমে জেলা ও উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মরত দপ্তরের সাথে যুবদের লিংকেজ তৈরির উদ্দেশ্যে জাতীয় পর্যায়ে কর্মরত সংস্থার জেলা প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর কাউন্সিলর ফারহান দীবা খান সাথী, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা শাখার সম্পাদক জ্যোৎস্না দত্ত, বরসা’র সহকারী পরিচালক মোঃ নাজমুল আলম মুন্না, হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইচ রানা গাইন ও ইউনিসেফ সাতক্ষীরার প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিডো ও হেড সংস্থার যুব কমিটির ফিংড়ী, লাবসা, বল্লী, নগরঘাটা, ভোমরা ও আলিপুর ইউনিয়নের ৩০ জন যুবক-যুবতী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফিংড়ী ইউনিয়ন যুব কমিটির সভাপতি আক্তারুল ইসলাম, সদস্য শামিমা সুলতানা, আরিফ হোসেন, ফিরোজ হোসেন, সালমা আক্তার, আমিনা খাতুন ও জয় সরকার।
অনুষ্ঠানে যুব কমিটির সদস্যদের কার্যক্রম তুলে ধরে বলেন আমরা বাল্য বিয়ে করবো না, বাল্য বিয়ে করতেও দেবোনা, নারীর প্রতি কোন রকম সহিংসতা করবো না এবং কাউকে সহিংসতা করতেও দেবোনা। বক্তারা আরও বলেন একেক পরিবারে নারীর প্রতি সহিংসতা একেক রকম তাই সেগুলো চিহ্নিত করে সংঘবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে। ভালো কাজে চ্যালেঞ্জ থাকবে তবে সেটা প্রতিহত বা ওভারকাম করতে হলে যুবকদেরই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে।