
স্টাফ রিপোর্টার :
‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’ এই শ্লোগান নিয়ে সাতক্ষীরায় শেষ হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার সকালে এক আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের এমপি মীর মোস্কাক আহমেদ রবি। সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, বাংলাদেশ চিংড়ি চাষি সমিতির কেন্দ্রীয় সভাপতি ডা: আফতাবুজ্জামান, মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো: আব্দুর রাশেদ, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল অদুদ, সাংবাদিক কল্যান ব্যানার্জি, ডা: আবুল কালাম বাবলা, সিরাজুল ইসলাম, আশরাফুল করিম ধনি প্রমুখ।
বক্তারা বলেন, অপরিকল্পিত চিংড়ি চাষের কারনে মাছ চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চিংড়ি ঘের ভাইরাসে আক্রান্ত হচ্ছে। পরিকল্পিত চিংড়ি চাষ করার উপর গুরুত্ব দিতে পারলে অধিক উৎপাদন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে মাছ চাষিরা অংশ গ্রহন করেন।