সাতক্ষীরায় জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


167 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
অক্টোবর ১২, ২০২২ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আসাদুজ্জামান ::

জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বুধবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি বিকাশ দাশ, কাজী শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন, সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, পৌর শ্রমিক লীগের আহ্বায়ক জোহর আলী, জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর শ্রমিক লীগের সদস্য সচিব রমজান আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ খান, ভিআইপি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক, নারকেলতলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদু, বাস শ্রমিক ইউনিয়ন সভাপতি আরশাদ আলী খোকা, সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা, শ্রমিক লীগের দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পাস্তবক অর্পণ করা হয় এবং আলোচনা শেষে কেক কাটা হয়। এসময় জেলা, সদর ও পৌর শ্রমিক লীগের নেতৃবৃন্দসহ শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক।

#