
এস এম সেলিম হোসেন :
৪৫তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেবহাটা বনাম কলারোয়া এবং কালিগঞ্জ ও সাতক্ষীরা সদর উপজেলার মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় দেবহাটার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ১২৭ রান সংগ্রহ করে।
দলের মধ্যে সর্বোচ্চ সাইদ ৪২ এবং মেহেদি ৪০ রান করেন। অন্যদিকে কলারোয়ার বিবিআর এনএস মাধ্যমিক বিদ্যালয় সবকটি উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে।
অপরদিকে বিকালে সদর উপজেলার পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৮৪ রান সংগ্রহ করে। দলের মধ্যে সর্বোচ্চ আমিমুল ৪১ রান করেন। বিপক্ষে দেবহাটা উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয় সব কটি উইবেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ইমরান ফকির ও শাহাজান সিরাজ।