
আসাদুজ্জামান:
সাতক্ষীরা শহরে হঠাৎ ঝড়ে নারিকেল গাছ চাপা পড়ে তানভীর (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের কাটিয়া সরকারপাড়ায় এলাকায় এঘটনাটি ঘটে। নিহত তানভীর ওই এলাকার আলম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বিকালে হঠাৎ প্রচন্ড বেগে ঝড় ওঠে। এসময় শিশু তানভীরসহ অনেকেই তাদের বাড়ির পাশে আম বাগানে আম কুড়াতে যাই। এ সময় হটাৎ আমবাগানের ভিতরের একটি নারিকেলগাছ ভেঙে তার গায়ে পড়ে। এতে সে ঘটনা স্থলেই নিহত হয়।
এদিকে, তাৎক্ষনিক ঝড়ে শহরের বিভিন্ন স্থনে বেশ কিছু গাছগাছালি ভেঙে পড়েছে বলে জানা গেছে।##