
নাজমুল হক :
ইংরেজি দৈনিক ডেইলি ষ্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা জজ আদালতের এপিপি অ্যাড: সাহেদুর রহমান সাহেদ বাদী হয়ে সাতক্ষীরার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিদুল হকের আদালতে মামলাটি দায়ের করেন। সংশ্লিষ্ট বিচারক মামলাটি আমলে নিয়েছেন বলে জানাগেছে।
সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড: ওসমান গণি ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে জানান,
বিচারক স্বরাস্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটির অভিযোগ তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। তিনি জানান, বাদী মামলার আরজিতে বলা হয়,
২০০৭ সালের ১ নভেম্বর ডেইলি স্টার প্রত্রিকায় শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরাতে মিথ্যা সংবাদ প্রকাশ করে। যা মানহানিকর ও রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ ঘটনায় শেখ হাসিনাকে ১১ মাসের বেশি সময়ে কারাগারে অবরুদ্ধ রাখা হয়। যার দায় আসামী গত ৩ ফেব্রুয়ারি ভুল স্বীকার করে। এ ঘটনায় ১২৩ (ক) ও ২২৪ (ক) এবং ৫০০ ও ৫০১ পেনাল কোড মতে মামলার ফাইল করা হয়। বিচারক মহিবুল ইসলাম স্বরাস্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটির অভিযোগ তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।