সাতক্ষীরায় ডেলটা লাইফের একক ও গণ-গ্রামীণ বীমার খুলনা অঞ্চলের ব্যবসা উন্নয়ন সভা


477 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় ডেলটা লাইফের একক ও গণ-গ্রামীণ বীমার খুলনা অঞ্চলের ব্যবসা উন্নয়ন সভা
মার্চ ১২, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

কৃষ্ণ ব্যানার্জী ::
একক ও গণ-গ্রামীণ বীমার খুলনা অঞ্চলের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের আয়োজনে সোমবার দুপুরে সাতক্ষীরা মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের কর্মকর্তা ফরহাদ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, এসিআইআই(ইউকে) মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান, বিশেষ অতিথি চীফ মার্কেটিং অফিসার বিনীত কুমার আগরওয়াল, উপ-ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার সাধু, সিনিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল হক, ম্যানেজার হাফিজা খাতুন, শেখ শাহিদুর রহমান, আরিফুল রহমান, আব্দুল হাদী প্রমূখ।
বক্তারা বলেন, একক ও গণ-গ্রামীণ বীমার খুলনা অঞ্চলের ব্যবসা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় খুলনা বিভাগের জেলা উপজেলা থেকে শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। বীমাজগতে সর্বোচ্চ গ্রাহক নিয়ে এগিয়ে চলেছে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড। প্রতিষ্ঠানটি মেয়াদ শেষ হলে সমস্যামুক্তভাবেই বীমাদাবি পরিশোধ করে থাকে। এসুনাম অব্যাহত রাখতে প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা কর্মচারিকে সজাগ থাকতে আহবান জানানো হয়। প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, স্বল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির কার্যক্রমে ডিজিটালাইজেশনের আওতায় আনতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
##