
তামাক বিরোধি নারী জোট তাবিনাজ সাতক্ষীরা জেলা জোটের পক্ষ থেকে দেশব্যাপী প্রচারাভিযান কর্মসুচির অংশ হিসেবে ১২ এপ্রিল সকাল ১১টায় সাতক্ষীরা জেলা কালেক্টরেট চত্বরে স্থানীয় জোটভুক্ত সংগঠনের আয়োজনে এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
মানব বন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন স্বদেশ’র নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত, বেগম মরিয়ম মান্নান, মহিলা পরিষদের তৈয়বা বেগম, ক্রিসেন্ট সংস্থার পরিচালক আবুজাফর সিদ্দিকী, সিরাজুন সঞ্জুপ্রমুখ। মানববন্ধনে সকলপ্রকার তামাক বর্জনের আহবান জানানো সহ সরকারি নিতীমালা কঠোরভাবে প্রয়োগ ও মেনে চলার অনুরোধ করা হয়।মানব বন্ধনে জোটভুক্ত ১৪টি সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করে।
প্রেস বিজ্ঞপ্তি