
আসাদুজ্জামান :
সাতক্ষীরায় তিন দিন ব্যাপী রানার গ্রুপ অব ইন্ড্রাষ্ট্রিজ’র মেগা সার্ভিস ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে শহরের সুলতানপুর পিটিআই মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন, পৌরমেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, রানার গ্রুপ অব ইন্ড্রাষ্ট্রিজ এর বোর্ড অফ ডিরেক্টর জহুরুল আলম, ডিজিএম মামুনুর রশিদ, সাতক্ষীরা বিআরটি অফিসের সহকারী পরিচালক তানভির আহমেদ, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, অনিমা মন্ডল প্রমুখ।
সেখানে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জানানো হয়, রানার গ্রুপ অব ইন্ড্রাষ্ট্রিজ এর সকল যান এখানে তিনদিন ব্যাপী ফ্রি সার্ভিসিং করা হবে। জেলার প্রত্যন্ত অঞ্চলের রানার গ্রুপের মটরসাইকেলসহ বিভিন্ন যান এ সময় সেখানে ভিড় জমে ফ্রি সার্ভিসিং করার জন্য।