
ইব্রাহিম খলিল ::
সাতক্ষীরায় দাদার হাতে খুন হলো সম্রাট (৮) নামে এক শিশু পুতা।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সম্রাট সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজনুর রহমানের একমাত্র ছেলে বলে জানাগেছে।
স্থানীয়রা জানান, চেয়ারম্যান মজনুর রহমানের বাবা ইসরাইল মালি কয়েকদিন যাবত অপ্রকিতিস্থ জীবনযাপন করছেন। শুক্রবার রাতে হঠাৎ তিনি তার ঘুমন্ত পৌত্রকে কুপিয়ে হত্যা
করেন। এর আগে শুক্রবার দুপুরে জুম্মার নামাযের সময়ও তিনি শাবল নিয়ে মুসুল্লীদের উদ্দেশ্যে তেড়ে গিয়েছিলেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার মারুফ আহমেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া হত্যাকারী ইসরাইল মালিকে আটক করা হয়েছে।
##