
আসাদুজ্জামান :
সাতক্ষীরায় দিনে-দুপুরে এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুুলিহর গ্রামের ব্যবসায়ী দিলীপ সাহার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
গৃহকর্তা দিলীপ সাহা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তাদের বাড়িতে কেউ ছিলেননা। এই সুযোগে চোরেরা বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে লকারে থাকা আট ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে যায়।
ধুলিহর পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শওকত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে ব্যবসায়ী দিলীপ সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তিনি আরো জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##