সাতক্ষীরায় দুই ভাইয়ের সংবাদ সম্মেলন


473 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় দুই ভাইয়ের সংবাদ সম্মেলন
মার্চ ২২, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার ::
কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের নারায়নপুর গ্রামের রজব আলি ও তার ভাই আবদুল আজিজের জমি গ্রাস করতে শুরু করেছেন নব্য আওয়ামী লীগ নেতা আবুল হোসেন। গত ২৫ ফেব্র“য়ারি তাদের ৩৫ শতক সম্পত্তি জোর করে দখলের জন্য তাদেরকে খুন খারাবির হুমকিও দিয়েছেন তিনি। এমনকি আদালতের নির্দেশনা উপক্ষো করে আবুল হোসেন জমির চারপাশে ঘেরাবেড়া দেওয়া শুরু করলেও কালিগঞ্জ থানা পুলিশ তা বন্ধ করে দেয়।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এসে এক সংবাদ সম্মেলনে একথা বলেন নারায়নপুর গ্রামের দুই ভাই আবদুল আজিজ ও রজব আলি।
তারা বলেন নারায়নপুর মৌজার বিভিন্ন দাগে ও খতিয়ানে মোট ৪৪ শতক সম্পত্তি তারা প্রায় ৭০ বছর যাবত ভোগ দখল করে আসছেন। সিএস খতিয়ানও তাদের নামে। ২০১৩ সালে ওই এলাকার আদর আলির ছেলে আবুল হোসেন রজব আজিজেদের বোন ফরিদার প্রাপ্য ৯৩ দাগ বাদে ৩৯ শতকের মধ্যে কিছু জমি ক্রয় করে। সেই হিসাবে রজব ও আজিজের জমি থাকার কথা ২৬ শতক। কিন্তু আবুল হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে ২০ শতক এবং ৯৩ দাগ থেকে ১৫ শতক জমি গ্রাস করার চেষ্টা করতে থাকেন। সংবাদ সম্মেলনে তারা বলেন এর বিরুদ্ধে তারা ২০১৩ সালে সাতক্ষীরায় একটি মামলা করেন (মামলা নং দেং ১৫১/১৩) । এ মামলা চলমান থাকার পরও আবুল হোসেন জোর করে জমি দখল করার চেষ্টা করলে ওই জমিতে ১৪৫ ধারা জারি করা হয়। এ অনুযায়ী কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার তদন্ত করে ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন। কিন্তু তা সত্ত্বেও আবুল হোসেন তার ভাড়াটে গুন্ডা বাহিনী নিয়ে ওই সম্পত্তি জোর করে দখল করার চেষ্টা করেন। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ আবুল হোসেনের কাজ বন্ধ করে দেয়।
সংবাদ সম্মেলনে তারা বলেন বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালে আবুল হোসেন বিএনপির বড় ক্যাডার ছিল। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, অস্ত্র ও টাকা ছিনতাই মামলা, ভাংচুর , ব্যবসায়ীদের দোকানপাট ভাংচুর, নাশকতাসহ ১২ টি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ভোল পাল্টে আবুল হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হন টাকার জোরে। এখন তার অত্যাচারে এলাকাবাসী অতীষ্ট। আবুল হোসেন সাধারন মানুষের জমি ঘের দখল করছেন। মিথ্যা মামলায় নিরীহ মানুষকে জেল খাটানোর ভয় দেখিয়ে টাকা আদায় করছেন। তার বিরুদ্ধে একটি অস্ত্র আইনের মামলাও আছে। নব্য আওয়ামী লীগার আবুল হোসেনের জন্য আওয়ামী লীগের সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে জানান তারা। রজব ও আজিজ বলেন ১৪৫ ধারার কারণে তারাও জমিতে যেতে পারছেন না। ফলে তাদের পরিবার এখন অসহায় হয়ে পড়েছে। তারা যাতে নিজেদের জমিতে যেতে পারেন সে জন্য তারা সাতক্ষীরার পুলিশ সুপার ও কালিগঞ্জ থানার ভারেপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতা কামনা করেছেন।

##