সাতক্ষীরায় দুগ্ধ সমবায় সমিতির সভাপতির বাড়ি থেকে ৯৬৫ কেজি ভেজাল দুধ উদ্ধার


422 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় দুগ্ধ সমবায় সমিতির সভাপতির বাড়ি থেকে ৯৬৫ কেজি ভেজাল দুধ উদ্ধার
সেপ্টেম্বর ৬, ২০২২ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আকরামুল ইসলাম ::

সাতক্ষীরার তালায় কেন্দ্রীয় দুগ্ধ সমবায় সমিতির সভাপতি প্রশান্ত ঘোষকে ৯৬৫ কেজি ভেজাল দুধ ও ৩৫০ কেজি জেলিসহ আটক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তালা সদরের জেয়ালা গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ লাখ টাকা জরিমানা ও ৬ মাসেে কারাদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালার জেয়াল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময়ে ভেজাল দুধ তৈরির অভিযোগে প্রশান্ত ঘোষকে আটক করা হয়। পরবর্তীতে তার বাড়ি থেকে জেলি মিশ্রিত ৯৬৫ কেজি দুধ ও ৩৫০ কেজি জেলি গাম উদ্ধার করা। উদ্ধারকৃত দুধ দুইবার পরীক্ষা করে দেখা গেছে তাতে আর্টিফিশিয়াল গ্লুকোজ রয়েছে।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৫ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত প্রশান্ত ঘোষ বর্তমানে তালা কেন্দ্রীয় দুগ্ধ সমবায় সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন।

তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস জানান, ভেজাল দুধ তৈরির সরঞ্জাম ও ভেজাল দুধসহ প্রশান্ত কুমার ঘোষকে আটক করা হয়। জব্দকৃত দুধ পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেছে সেটাতে আর্টিফিশিয়াল গ্লুকোজ রয়েছে। তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

#