
ইব্রাহিম খলিল :
আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন। সাতক্ষীরা দুটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সাতক্ষীরা সদর পৌরসভায় কেন্দ্রে রয়েছে ৩১ টি ও কলারোয়া পৌরসভায় কেন্দ্র রয়েছে ৯ টি। সাতক্ষীরা সদর পৌরসভার ৩১ টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ (ঝুকিপূর্ণ) ১৪ টি সাধারণ গুরুত্বপূর্ণ (ঝুকিপূর্ণ) ১৭ টি চিহিৃত হিসেবে ধরা হয়েছে। কলারোয় পৌরসভায় ৯ টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ (ঝুকিপূর্ণ) ৫ টি ও সাধারণ গুরুত্বপূর্ণ (ঝুকিপূর্ণ) ৪ টি কেন্দ্রেকে চিহিৃত করা হয়েছে।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এনামুল হক জানান, সাতক্ষীরায় দুটি পৌরসভায় ৪০টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ (ঝুকিপূর্ণ) ১৯ টি ও সাধারণ গুরুত্বপূর্ণ (ঝুকিপূর্ণ) হিসেবে ২১ টি কেন্দ্রকে চিহিৃত করা হয়েছে। গুরুত্বপূর্ণ (ঝুকিপূর্ণ) কেন্দ্রগুলোকে একজন এসআইয়ের নেতৃত্বে পাঁচজন কনস্টেবল ও সাধারণ গুরুত্বপূর্ণ (ঝুকিপূর্ণ) কেন্দ্রে একজন এসআইয়ের নেতৃত্বে চারজন কনস্টেবল নিরাপত্তার দায়িত্ব পালন করবে। প্রতিটা কেন্দ্রে ১৪ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে।
এছাড়া সাতক্ষীরা সদর পৌরসভায় চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলারোয়া পৌরসভায় দুইজন ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবে। সদর পৌরসভায় নয়টা ভ্রাম্যমান ও কলারোয়া পৌরসভায় চারটা ভ্রাম্যমান টিম কাজ করবে।
তিনি আরও বলেন সাতক্ষীরা কলারোয়া পৌরসভাকে সার্বক্ষনিক নিরাপত্তার দেখভাল করার জন্য একজন করে এএসপি দায়িত্ব পালন করবে।