
ডেস্ক রিপোর্ট ::
সাতক্ষীরায় দুধে অপদ্রব্য মেশানোর অভিযোগে অজিত কুমার ঘোষ নামে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার সীমান্তবর্তী ছনকা গ্রামের ব্যবসায়ী অজিত কুমারের বাড়িতে অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম।

সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোকলেছুর রহমান বলেন, দুধ ব্যবসায়ী অজিত কুমার ঘোষ দীর্ঘদিন ধরে দুধে অপদ্রব্য মিশিয়ে বাজারে বিক্রি করেন। এমন খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় দুধের পরিমাণ বাড়ানোর কাজে ব্যবহৃত ৫০ কৌটা ড্যানিশ কনডেন্স মিল্ক, দুধের পচনরোধে ব্যবহৃত ৪০ কেজি হাইড্রোজেন পার অক্সাইড ও দুধের ক্রিম ওঠানোর একটি মেশিন জব্দ করা হয়। একই সঙ্গে অজিতকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।