
রাহাত রাজা :
সাতক্ষীরায় নানা আয়োজনে উৎসবমূখর পরিবেশে পালিত হলো দর্শকনন্দিত এসএ টিভি’র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী।
মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়কে শোভাযাত্রা শেষে সাতক্ষীরা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান, সাতক্ষীরা-৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো: আরমান হোসেন পিএসসি, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, সাতক্ষীরার সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার আতিকুল হক, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ, ট্রাফিক ইনেসপেক্টর মৃতুঞ্জয় বিশ্বাস, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, সাতক্ষীরা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শেখ নুরুল হক, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, মমতাজ আহম্মেদ বাপি, আব্দুল বারী, মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংবাদিক সেলিম রেজা মুকুল, শেখ আব্দুল ওয়াজেদ কচি, ড.দিলীপ কুমার দেব, কালিদাস কর্মকার, বরুণ ব্যানার্জী, আসাদুজ্জামান, কাজী শওকত হোসেন ময়না, ইয়ারব হোসেন, এম জিললুর রহমান, শামীম পারভেজ, আব্দুল জলিল, আহসানুর রহমানর রাজীব, তানজির আহম্মেদ, ইব্রাহীম খলিল, কৃষ্ণ মহোন ব্যানার্জী, এসএ পরিবহনের সাতক্ষীরা শাখার ম্যানেজার মো: আয়ুব আলী, ওয়ালটনের প্রথম শাখার ম্যানেজার মো: সুমন মিয়া প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা প্রসারে এস এ টেলিভিশনের ভূয়সী প্রশংসা করে এগিয়ে যাওয়ার আহবান জানান। অনুষ্ঠানে এসএ টিভির সাতক্ষীরা প্রতিনিধি এম শাহীন গোলদার স্বাগত বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সাংস্কৃতি অনুষ্টানের আয়োজন করা হয়। সাতক্ষীরার ঐতিহ্যবাহী সঙ্গিত শিক্ষা দিপালোক একাডেমির পরিচালনায় সংঙ্গীত পরিবেশন করেন সাতক্ষীরার বিশিষ্ট কন্ঠ শিল্পী ইন্দ্রজিত সাধু, সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সঙ্গিত শিল্পী শিখা রানী মন্ডল, তানিয়া রহমান ও স্বপনা পাল।