
মানবতাবিরোধী অপরাধ মামলায় আল বদরকমান্ডার ও জামায়াতে ইসলামীর আমির মাওঃ মতিউর রহমান নিজামীর পুর্নবিবেচনার আবেদন খারিজ হওয়ায় আনন্দ সমাবেশে করেছে একাত্তরের ঘাতক দলাল নির্মূল কমিটি সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকালে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এ সমাবেশ করেন তারা। মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরার সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় আনন্দ সমাবেশে বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরার যুগ্ম আহবায়ক ও অতিরিক্ত পিপি এড. ফাহিমুল হক কিসলু, সদর উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রনি, সদর উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব আমির হোসেন খান চৌধুরী, শ্রমিক নেতা আবু সেলিম, জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি