
ইব্রাহিম খলিল :
ইউপি নির্বাচনকে সমানে রেখে সাতক্ষীরায় নাশকতার আশংখায় পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের ৪ কর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলায় আটটি থানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্যকর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, রাতভর পুলিশ অভিযান চালিয়ে জামাতের ৪ কর্মী ও নিয়মিত মামলার ৪১জনসহ মোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে তিনি জানান। সকালে গ্রেফতার কৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে ।