
ইব্রাহিম খলিল :
সাতক্ষীরায় পুলিশের অভিযানে জামায়াতকর্মীসহ ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের একজন অন্যান্য মামলার ২৩ জন আসামি রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের উপপরিদর্শক এনামুল হক জানান, রাত-ভোর যৌথবাহিনী অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন, কলারোয়ায় পাঁচজন, কালিগঞ্জে দুইজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে দুইজন, ও পাটকেলঘাটায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সকালে আদালতে প্রেরন করা হয়েছে।