সাতক্ষীরায় পুলিশের গুলিতে চোরাকারবারী গুলিবিদ্ধ


660 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় পুলিশের গুলিতে চোরাকারবারী গুলিবিদ্ধ
জুন ২৩, ২০১৫ সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি :  সাতক্ষীরায় পুলিশের গুলিতে আজহারুল ইসলাম নামে এক চোরাকারবারী গুলিবিদ্ধ হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শ্যুটারগান, ০১ রাউন্ড তাজা গুলি ও ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-ভোমরা সড়কের নবাতকাটি এলাকায় পুলিশের সাথে চোরাকারবারীদের এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আজহারুল ইসলাম সদর উপজেলার হাড়দ্দহ গ্রামের রহিম বক্সের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদ শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারীদের একটি সংঘবদ্ধ দল ভারত থেকে মাদক ও অস্ত্র এনে বিক্রয়ের উদ্দেশ্যে নবাতকাটি এলাকায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে আজহারুল গুলিবিদ্ধ হয়। তবে, অন্যান্যরা পালিয়ে যায়।

আহত আজহারুল ইসলামকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় চারটি চোরাচালান মামলা রয়েছে বলে জানান ওসি।