
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা পুলিশের শ্রেষ্ঠ বিট অফিসার নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা সদর থানার ৯ নং বিটে কর্মরত এস আই অর্পণা বিশ্বাস ও এএসআই দেলোয়ার হোসেন। আগষ্ট/২০১৫ মাসের কাজের মূল্যায়ন করে
রোববার তাদের শ্রেষ্ঠ বিটের পুরষ্কারে ভূষিত করা হয়।
আগষ্ট মাসে তারা বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে ২১ টি জিআর পরোয়ানা, ১৫ টি সিআর পরোয়ানা, ০১ টি সাজা পরোয়ানাসহ মোট ৩৭ পরোয়ানা তামিলের পাশাপশি ৭৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সাতক্ষীরা ও কালিগঞ্জ সার্কেল এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জের উপস্থিতিতে এসআই অর্পণা বিশ্বাস ও এএসআই দেলোয়ার হোসেনের হাতে শ্রেষ্ঠ বিটের পুরস্কার তুলে দেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব চৌধুরী মঞ্জুরুল কবির, পিপিএম (বার)