সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে মুদি দোকানির টাকা নিয়ে উধাও প্রতারক


95 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে মুদি দোকানির টাকা নিয়ে উধাও প্রতারক
মে ২৪, ২০২৩ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট ::

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশ পরিচয়ে রেশনের চিনি বিক্রির প্রলোভন দেখিয়ে মুদি ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন এক প্রতারক। মঙ্গলবার (২৩ মে) উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গড়েরহাট বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মুদি ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে এক ব্যক্তি পুলিশ স্টিকার লাগানো পালসার মোটরসাইকেল নিয়ে পুলিশ পরিচয়ে আমার দোকানে আসেন। এরপর নিজেকে কালিগঞ্জ থানার স্টাফ নাম জিসান পরিচয় দিয়ে সাত বস্তা রেশনের চিনি বিক্রয়ের কথা বলে।

তিনি বলেন, তার রেশনের চিনি কিনতে রাজি হই এবং চিনির সঙ্গে ভাউচারের কথা বলি। তখন ওই প্রতারককে আমার থেকে সাত বস্তা চিনির দাম বাবদ নগদ ৩৫ হাজার টাকা দেওয়া হয়। আমার ছোট ভাই আজগার আলীকে সঙ্গে নিয়ে সার্কেল অফিস মোড়ে নামিয়ে দিয়ে হেলমেট পরে থানার মধ্যে ঢুকে পড়ে।

ছোট ভাই আজগার আলি চিনি নেওয়ার জন্য থানায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। কিন্তু ওই ব্যক্তির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই ব্যক্তি থানার স্টাফ বা ওই নামে কোনো পুলিশ সদস্য কালিগঞ্জ থানায় নেই বলে জানা গেছে।

অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান জানান, ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়েছি। যেহেতু ওই প্রতারক থানার ভেতরে ঢুকেছে আমরা সিসি ক্যামেরা পর্যালোচনা করে প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

#