সাতক্ষীরায় প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটির মানববন্ধ


403 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটির মানববন্ধ
ডিসেম্বর ২৩, ২০১৫ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

রাহাত রাজা :
সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনর্বহাল ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করে কৃত্যপেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বেলা ১২টায় সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটি সাতক্ষীরা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান, বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজিজুল হক, কৃষিবিদ জিএমএ গফুর, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রভাষক ওলিউর রহমান, শশাঙ্ক কুমার মন্ডল প্রমুখ।

বক্তারা সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনর্বহাল, সরকারি চাকরিতে ক্যাডার-নন ক্যাডার বৈষম্য নিরসন, বার্ষিক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, ইউএনও’র কর্তৃত্ব বাতিল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সকল সার্ভিসে সুপার নিউমারি পদ সৃষ্টি,  নিজস্ব ক্যাডার ও সার্ভিস বহির্ভূত প্রেষণ বাতিল এবং কৃত্যপেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলার দাবি জানান।