
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবন্ধীদের সেবায় এগিয়ে আসুন শ্লোগান নিয়ে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রতিবন্ধী পূর্নবাসন সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ।
সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবে বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, সাংবাদিক সেলিম রেজা মুকুল, জেলা বাস্তহারালীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ভূমিহীন নেতা মোক্তার হোসেন টুটুল, সিডো’র সমন্বয়কারী অগাস্টিন প্রমুখ। এসময় অসুস্থ্য প্রতিবন্ধীদের আর্থিক সহযোগিতা ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।