
স্টাফ রিপোর্টার :
প্রথম আলো একটি আলোকবর্তিকা। যার মাধ্যমে মানুষ, সমাজ ও দেশ আলোকিত হচ্ছে। প্রথম আলো শুধু সংবাদ পরিবেশন করেই দায়িত্ব শেষ করে না, সমাজ উন্নয়নে নানাধরণের ভূমিকা রেখে চলছে। প্রথম আলোর এ অগ্রযাত্রা জিয়ে থাকুক যুগ যুগ ধরে। প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা যেন হাজার প্রজাপ্রতি। যা আলোর ¯্রােতে তুলছে পাল। তার আলোর ঢেউয়ে সকল মল্লিকা মালতী। সাতক্ষীরায় প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সাতক্ষীরা প্রোসক্লাব মিলনায়তনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সাতক্ষীরা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ সভাপ্রতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিকবান্ধব হিসেবে পরিচিত সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ, সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ্ আবদুল সাদী, প্রফেসর নিমাই মন্ডল, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবু আহমেদ, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ, শিক্ষক আনিসুর রহিম, মধাব দত্ত প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর সাতক্ষীরা নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে গান পরিবেশন করেন সাতক্ষীরা বন্ধুসভার সহসভাপতি স্বপ্না পাল ও সদস্য মধাব।
আলোচনা শেষে প্রথম আলোর ১৮তম জন্মদিনের কেক কাটা হয়। সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সাতক্ষীরা শহরের কিছু অংশ ঘুরে আবার প্রেসক্লাবে গিয়ে তা শেষ হয়।