
রাহাত রাজা/শরিফুল ইসলাম ::
প্রবীনদের সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে এ সেমিনারে ডা. সুশান্ত ঘোষ’র সভাপতিত্বে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলকাতা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রবীন রোগ বিশেষজ্ঞ ডা. জ্যোতির্ময় পাল, প্রবীন হিতৈষী সংঘের সাবেক সহ-সভাপতি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক মেজর জেনারেল (অব.) ডা. মোহাম্মদ শাহজাহান প্রমুখ। সেমিনারের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান। বক্তারা বলেন, ‘প্রবীণরা সমাজের সম্পদ। আর তাই তাঁদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।প্রবীণদের সবচেয়ে বেশি যেই জিনিসটি দরকার সেটি হলো যতœ। নবীন যাঁরা রয়েছেন, তাঁদের প্রবীণদের প্রতি আরো যতœবান হতে হবে। প্রবীণদের সঙ্গ দিতে হবে, যতœ দিতে হবে। আন্তরিকভাবে কাজগুলো করতে হবে।রোগ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য বিনোদনের বিষয়গুলো নিশ্চিত করতে হবে। প্রবীণদের সবচেয়ে বড় বিনোদন হলো পরিবারের সঙ্গে সময় কাটানো। প্রবীণদের খাবারের বিষয়ে সচেতন হতে হবে। যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনির সমস্যা রয়েছে তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত খাবার খেতে হবে। প্রবীণদের স্বাস্থ্য পরীক্ষার জন্য কিছু নিয়মনীতি বা গাইডলাইন রয়েছে। সেটি মেনে চলতে হবে। আমাদের প্রবীণদের জীবন যেন সত্যিকার অর্থেই হয় আনন্দের, শান্তিময়, মধুর স্মৃতিময়। তারা যেন নিজেদের অবহেলিত, পরিবারের ও সমাজের বোঝা মনে না করেন, এই হোক আপনার, আমার, সকলের প্রত্যাশা।’ সেমিনারে উপস্থিত ছিলেন পরমানু বিজ্ঞানী ড. মতিউর রহমান, সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ এড. এসএম হায়দার, বিশিষ্ট দন্ত চিকিৎসক ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, প্রক্তণ জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মঞ্জুরানী দেবনাথ, প্রাক্তণ জেলা সঞ্চয় অফিসার আবু হেলাল মো. জিন্ন রায়েন, সাংবাদিক বরুণ ব্যানার্জী, দিলিপ কুমার দেব, আব্দুর রহমান, হাদিউজ্জামান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শাহীদুর রহমান।
##