
আসাদুজ্জামান ::
“প্রস্তাবিত সড়ক পরিবহন আ্ইন মানিনা, মানবোনা” এই শ্লোগানকে সামেনে রেখে প্রস্তাবিত সড়ক পরিবহন আইন-২০১৭ বাতিলের দাবীতে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় শহরের নিউমার্কেট চত্তরে জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ মানব বন্ধন কর্মসূচিটি পালিত হয়। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মনিরুজ্জামান মনির সভাপত্বিতে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, জেলা ট্রাক, ট্যাংকলরি, ক্যাভাট ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক আজিজ, সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, পৌর শ্রমিকলীগের সভাপতি জহুর আলী প্রমুখ।
বক্তারা এ সময়, শ্রমিকদের স্বার্থবিরোধী প্রস্তাবিত সড়ক পরিবহন আইন-২০১৭ বাতিলের জোর দাবী জানান।##