
স্টাফ রিপোর্টার ::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজারবাগানস্থ সেঞ্চুরী ক্লাব এর উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বাদ এশা রাজারবাগানস্থ সেঞ্চুরী একাডেমীর আয়োজনে রাজারবাগান উত্তরপাড়া জামে মসজিদে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মফিজুল ইসলাম। এতে এলাকার মুসল্লীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া সেঞ্চুরী ক্লাবের উদ্যোগে সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ শফিউল্লাহ। অনুষ্ঠানে সেঞ্চুরী ক্লাব এর কর্মকর্তা, খেলোয়াড়, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।