
নাজমুল আলম মুন্না, সাতক্ষীরা ::
“বঙ্গবন্ধুর জন্মদিনঃ রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো” এই প্রতিপাদ্যকে ধারন করে মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শিশু সমাবেশ, আনন্দ রেলি, আলোচনা সভা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনা উপলক্ষে গঠিত উপ-কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ডিডিএলজি মোঃ আব্দুল লতিফ খান। উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা, সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আসিফ ইকবাল হিরক, জেলে প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিনসহ শতাধিক স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং বেসরকারি উন্নয়ন সংগঠন (এনজিও) প্রতিনিধি। অনুষ্ঠানে রেজুলেশন অনুযায়ী ১৭ মার্চ সকাল ৮ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনকারীদের নিয়ে স্ব স্ব ব্যানার নিয়ে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সকলকে যথাসময়ে আনন্দ র্যালিতে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।