
আশরাফুল আলম ::
আজ ১৭ই মার্চ হাজার বছরের শ্রষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশুর দিবসে উপলক্ষে সাতক্ষীরা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম দিন ও শিশু দিবস পালন করা হয়। জেলা কার্যালয়ে বিকালে ৫.৩০ মিনিটে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ মাহাবুব আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতলেবুর রহমান, ও সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (মানিক), উপ-দপ্তর সম্পাদক শেখ মোঃ কামরুজ্জাম (পল্টু) জি এম রফিকুল ইসলাম, জি এম শহীদুল ইসলাম, মোঃ মোরশেদুজ্জামান (শিবলু),অমিত কুমার বিশ্বাস প্রমূখ্য।
##