
সেলিম হোসেন ::
সাতক্ষীরা সদর উপজেলা ও পৌরসভার বধ্যভূমি গুলো চিহিৃত করে দ্রুত সংস্কার করার জন্য স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহন করার দাবিতে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, নাগরিক আন্দোলন মঞ্চের নেতৃবৃন্দ তালা-কলারোয়া-০১ আসনের মাননীয় সংসদ সদস্য এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট সাতক্ষীরা জেলা কার্যালয়ে সোমবার সন্ধ্যা ৭টায় জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তালা-কলারোয়া-০১ আসনের মাননীয় সংসদ সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড. মুস্তফা লুৎফুল্লাহ, নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু, বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. ওসমান গনি, ডেইলি সাতক্ষীরার সম্পাদক ও নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য হাফিজুর রহমান মাসুম, দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান, স্বপন কুমার শীল, সদস্য সচিব আলী নূর খান বাবুল, বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মেনন প্রমুখ।
মতবিনিময় সভায় সাতক্ষীরা পৌরসভাধীন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের দীনেশ কর্মকারের বাড়িতে সবচেয়ে বড় বধ্যভূমিটি বেদখল হওয়ায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা, ভোমরা, বাঁকাল, গাংনীয়া, মাহমুদপুরসহ বিভিন্ন বধ্যভূমি গুলো অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে সংরক্ষণ করার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
##