
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় বন্ধন সংগঠনের আলোচনা সভা ও প্রীতিভোজ মিলন মেলায় পরিনত হয়েছে। শনিবার দুপুরে শহরের মুনজিতপুরস্থ সাবেক পুলিশ সুপার সৈয়দ মোমিন হোসেনের নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হয়। ১৯৭০ সালের এস.এস.সি ব্যাচের বন্ধুদের দীর্ঘদিনের পর একত্রে হয়ে আবেগ আফ্লুত হয়ে পড়ে। এ যেন এক মিলন মেলা। আলোচনা সভা শেষে সকলে প্রীতিভোজে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক পুলিশ সুপার সৈয়দ মোমিন হোসেন, শেখ তহিদুর রহমান ডাবলু, বদরুল ইসলাম খান, শেখ নিজাম উদ্দিন, আব্দুস সামাদ, মনির হোসেন, আব্দুস সামাদ খান, আনারুল হক পাম্পু, আকচির আহম্মেদ, অহেদুজ্জামান, মোনায়েম খান চৌধুরী, জিল্লুল করিম, অধ্যক্ষ আব্দুল হামিদ, শেখ ওয়াছেক উদ্দিন, আবু নঈম, মতলুবার রহমান, আব্দুল মান্নান, শওকাত হোসেন, কাজী জাফর আহম্মেদ, শহিদুল ইসলাম, আলতাফ হোসেন, নূর মোহাম্মদ, মুজিব হোসেন নান্নুসহ বন্ধুদের সহধর্মীনিরা।