
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরায় বৃক্ষ রোপন অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা বন বিভাগ’র সহযোগিতায় এবং জেলা কৃষকলীগের বাস্তবায়নে শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন অভিযান উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১টি নারিকেল গাছের চারা রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা সদর -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন বিভাগের ফরেস্ট রেঞ্জার তোমাজ্জেল হক, ফরেস্টার জিএম মারুফ বিল্লাহ, আফসাফুর রহমান, মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা কৃষক লীগ সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মনোয়ারা খাতুন, সহকারি শিক্ষক সমরেশ কুমার প্রমুখ।
বৃক্ষ রোপন অভিযান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ১টি নারিকেল গাছের চারা, তমাল চারা, কাঞ্চনভাদি, চিকরাশি,মেহগনিসহ কয়েকেটি গাছের চারা রোপন করেন। সাতক্ষীরা বন বিভাগ সূত্রে জানাযায়, বৃক্ষ রোপন অভিযান কর্মসূচির আওতায় সাতক্ষীরা জেলায় বিভিন্ন প্রজাতের ১লক্ষ চারা রোপন করা হবে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ২০হাজার চারা রোপন করা হচ্ছে।