
আসাদুজ্জামান আসাদ : সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে বর্ষবরণ উৎসব। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ৬ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।
এতে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের নেতৃত্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিন, সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুুরী মঞ্জুরুল কবীরসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ হাজার হাজার মানুষ অংশ নেন।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
পরে সেখানে উদ্বোধন করা হয় তিন দিনব্যাপী বৈশাখী মেলা। মেলায় বিশেষ আয়োজন হিসেবে অনুষ্ঠিত হবে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, হা-ডু-ডু খেলা ও মোরগ লড়াই। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে চলছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া পহেলা বৈশাখের চিরাচরিত রেওয়াজ অনুযায়ী সকল প্রতিষ্ঠানে আয়োজন করা হয় পান্তা ভোজের। ##