
আসাদুজ্জামান :
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন ইটিভির ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ৬ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুুরী মঞ্জুরুল কবীরসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দ অংশ নেন।
পরে সাতক্ষীরা প্রেসক্লাবে কেক কাটার মধ্য দিয়ে এক আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লূৎফুল্লাহ। বিশেষ অতিথি চিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোদাদছের হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ইটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি। ##