সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে পালিত হলো আমাদের সময় এর প্রতিষ্ঠাবার্ষিকী


485 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে পালিত হলো আমাদের সময় এর প্রতিষ্ঠাবার্ষিকী
মার্চ ৩০, ২০১৬ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার :
‘সুন্দর সময়ের পথে’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে নতুন ধারার দৈনিক আমাদের সময় এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব থেকে একটি র‌্যালী হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, আমাদের সময় এর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জল।

SATKHIRA AS-4
আমাদের সময় এর বর্ণিল ১২ বছরের নন্দিত নানা বিষয় তুলে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকীন আহমেদ চিশতি, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুল শাদী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি কালের চিত্রের সম্পাদক  আবু আহমেদ, সাবেক সভাপতি যুগান্তর ও এনটিভির সাতক্ষীরা সুভাষ চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, বাসসের সাতক্ষীরা প্রতিনিধি অরুণ ব্যানার্জি, ইত্তেফাক ও একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জি.এম মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার কে.এম ওবায়দুল্লা আল মাসুদ, স্বদেশ এর নির্বাহী সম্পাদক মাধব চন্দ্র দত্ত প্রমূখ।
বক্তারা বলেন, আমাদের সময় এদেশের আধুনিক সাংবাদিকতার ধারনাকে মানুষের কাছে তুলে ধরতে সবসময় সচেষ্ট আছেন। মধ্যবিত্ত ও নিম্মবিত্ত আয়ের মানুষদের কাছে পত্রিকা তুলে দিতে আমাদের সময় এর প্রচেষ্টাকে এখন দেশের অন্য পত্রিকাগুলি অনুকরণ করছেন। বক্তারা আমাদের সময়ের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
আলোচনা শেষে দৈনিক আমাদের সময় এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বিশাল কেক কাটেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মী, সামাজিক, রাজনৈতিক, শিক্ষানুরাগি ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জিটিভি ও মানবকন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি অসীম বরণ চক্রবর্তী।