
স্টাফ রিপোর্টার ::
উৎসব মূখর পরিবেশে সাতক্ষীরায় দেশের জনপ্রিয় পাঠক নন্দিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবম বছরে পদার্পণ উপলক্ষ্যে সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেককাটা হয়। সাতক্ষীরার নবগত জেলা প্রশাসক মো: ইফতেখার হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারনে এশিয়া মহাদেশের মধ্যে প্রচার সংখ্যায় ভারতের আনন্দবাজার পত্রিকার পরেই বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আবস্থান। মুক্তিযুদ্ধের চেতনা,গনতন্ত্র এবং সমৃদ্ব দেশ গড়ার চেতনাকে সাথে নিয়ে সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে সুদৃঢ় লেখনির কারনে বাংলাদেশ প্রতিদিন কোটি মানুষের দৈনিকে পরিনত হয়েছে।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সহকারি পুলিশ সুপার হুমায়ন কবির, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা-জাসদের যুগ্ন সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক পৌর কমিশনার জ্যো¯œনা আরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বারী, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড: আবুল কালাম আজাদ,অধ্যাপক অনিসুর রহিম, জি এম মনিরুল ইসলাম মিনি, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক ভয়েস অব সাতক্ষীরা সম্পাদক এম কামরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি।
আলোচনা সভায় বক্তরা বলেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পড়লে সত্য খবর জানাযায়। দেশ-বিদেশের জানা-অজানা সব খবর সহজে অল্প কথায় পাওয়া যায়। দামেও কম হওয়ায় ১২ পৃষ্টার এই পত্রিকাটি সবার সাধ্যের মধ্যে রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ পত্রিকাটির বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের মন জয় করেছে। তাই রাজধানী ঢাকা থেকে শুরু করে গ্রাম-গঞ্জের প্রত্যান্ত অঞ্চলে সাধারন মানুষের হাতে হাতে পৌছাতে সক্ষম হয়েছে বসুন্ধরা গ্রুপের জনপ্রিয় পাঠক নন্দিত এই পত্রিকাটি। দেশ বরণ্য সাংবাদিক আধুনিক সংবাদপত্রের রুপকার ডাইনামিক সম্পাদক নঈম নজাম এর সম্পাদনায় নতুন প্রজম্মের দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকাটি এখন বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে।এই ধারা অব্যাহত রেখে বাংলাদেশ প্রতিদিন এগিয়ে যাবে এবং চিরকাল বেঁচে থাকবে পাঠকের হৃদয়ে এমন প্রত্যাশা করেন বক্তরা।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেককেটে সবাইকে মিষ্টি মূখ করান।
এর আগে সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র হাতে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি কেক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকারি পুলিশ সুপার হুমায়ন কবির ও জেলা পুলিশের বিশেষ শাখার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
এর আগে অনুষ্ঠানের শুরুতে নেপালে ইউএস বাংলা বিমান বিধস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিটি দাঁড়িয়ে নিরাবতা পালন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ। #