সাতক্ষীরায় বলৎকার মামলায় জামায়াত নেতা কারাগারে


159 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় বলৎকার মামলায় জামায়াত নেতা কারাগারে
নভেম্বর ৪, ২০২২ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার ::

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বলৎকার মামলায় রুহুল আমিন মোড়ল (৫৬) নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। রুহুলের বাড়ি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের চন্ডিতলা গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, ৩১ অক্টোবর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা মাঠে চার দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। খেলা শেষে সন্ধ্যার পর মাঠের পাশের একটি বাগানে নিয়ে জামায়াত নেতা রুহুল আমিন তৃতীয় শ্রেণির ওই ছাত্রকে বলৎকার করে। বিষয়টি জানাজানি হওয়ার পর ধামাচাপা দেওয়ার চেষ্টা করে রুহুল আমিন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হালিমুর রহমান বলেন, বলৎকারের অভিযোগে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে অভিযুক্তকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার কর হয়। বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

#