
এস এম সেলিম হোসেন :
৪৫তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা অফিসের আয়োজনে রোববার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শ্যামনগর বনাম কালিগঞ্জ ও আশাশুনি বনাম তালা উপজেলার মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার মধ্যে কালিগঞ্জ টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১৬ ওভারের ১২৩ রান সংগ্রহ করে কালিগঞ্জ উপজেলা। দলের মধ্যে রানা সর্বোচ্চ ২৯ রান সংগ্রহ করে। জবাবে শ্যামনগর উপজেলা ব্যাট করতে নেমে ৮ উইকেটে মাত্র ৯৬ রান সংগ্রহ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবু সাঈদ ও শাহাজান সিরাজ। এদিকে আশাশুনি বনাম তালার মধ্যে আশাশুনি উপজেলা টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ১৩০ রান করে আশাশুনি উপজেলা। জবাবে তালা উপজেলা সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ৬০ রান সংগ্রহ করে। আশাশুনি উপজেলার বোলার মুকুল ৩ ওভার বল করে ১৩ রানের বিনিময়ে ৫ উইকেট লাভ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জাহিদ হাসান, ইমরান ফকির। স্কোরার ছিলেন, মাহবুবুর রহমান। আজ সকাল ৯টায় সরকারি কলেজ মাঠে দেবহাটা বনাম কলারোয়া এবং কালিগঞ্জ ও সাতক্ষীরা সদর উপজেলার মধ্যে অনুষ্ঠিত হবে। জেলা শিক্ষা অফিসারের পক্ষ থেকে খেলা গুলো উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।