
স্টাফ রিপোর্টার ::
সাতক্ষীরা শহরের ৭নং ওয়ার্ডস্থ ইটাগাছা পশ্চিম পাড়ায় আনুষ্ঠানিকভাবে বাইতুল হুদা জামে মসজিদ এর ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র তাসকিন আহম্মেদ চিশতি, পৌর ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, এড. আব্দুল মতিন, আলহাজ্ব আঃ মজিদ, আবুল কালাম, আলী নূর খান বাবুল, আ’লীগ নেতা রুহুল কুদ্দুস, তপন, ফজলু প্রমুখ। মসজিদের জন্য জমি দান করেছেন আলহাজ্ব আব্দুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন,অত্র এলাকার যে কোন ধরনের উন্নয়নে সাতক্ষীরা জেলা পরিষদ সহযোগীতার হাত বাড়িয়ে দেবে।