
আসাদুজ্জামান :
“ শিক্ষাই প্রথম, বাল্য বিবাহকে লাল কার্ড ” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকালে বাল্য বিবাহ রোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা শাহ আব্দুল সাদীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, প্রেসক্লাব সাধারন সম্পাদক এম, কামরুজ্জামান, সাংবাদিক সুভাষ চৌধুরী , কল্যাণ ব্যানার্জী, বরুণ ব্যানার্জী প্রমুখ।
প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান বলেন, বাংলাদেশে বাল্য বিবাহ মহামারী আকার ধারন করেছে। এই ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সকল মানুষের অংশ গ্রহনে সচেতনতা সৃষ্টি করে বাল্য বিবাহকে কমিয়ে আনা সম্ভব। উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, গ্রাম পুলিশ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।