
স্টাফ রিপোর্টার :
বিএনপির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শহরের আমতলা এলাকায় সাবেক বস্ত্রমন্ত্রী মুনসুর আলীর বাসভবন চত্বরে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশ।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সামাদ, জেলা বিএনপির সাধারন সম্পাদক ইউপি চেয়াম্যান আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক মোদাচ্ছেরুল হক হুদা, শহর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুর রহমান আসাদ, কৃষকদল সভাপতি আবু জাহিদ ডাবলু, ছাত্র দল সভাপতি হাফিজুর রহমান মুকুল প্রমুখ।
বক্তারা বিএনপির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।