
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা প্রেসক্লাবে ২৫ জানুয়ারী বিকাল সাড়ে তিন টায় সাতক্ষীরা জেলা প্রস্তাবিত সুন্দরবন বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা নিয়ে বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ও উদ্যোক্তা অধ্যক্ষ আলী আহম্মেদ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন। অধ্যক্ষ আলী আহমেদ সাতক্ষীরা জেলার পুনাঙ্গ উন্নয়নের জন্য সকল মানুষের বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে উদ্যোগী হতে আহ্বান জানান।
তিনি বলেন, প্রায় কয়েক বছর সুন্দরবন বিশ্ববিদ্যালয় সাতক্ষীরাই স্থাপনের জন্য সকল মহলের আন্তরিক হওয়ার প্রয়োজন বলে উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক এম. কামরুজ্জামান, এ্যাড. কাজী আব্দুল¬াহ আল হাবিব, দৈনিক অনির্বানের নির্বাহী সম্পাদক বুলু আহমেদ প্রমুখ।