
ফয়জুল হক বাবু ::
“অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও বিশ্ব এইডস দিবস – ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে সদর হাসপাতাল থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. সবীজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাশক মোঃ রেজা রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা পুলক চক্রবর্তী, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, মেডিকেল অফিসার জয়ন্ত সরকারসহ আরও অনেকে।