সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী


559 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী
জুলাই ১১, ২০১৫ তালা ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার: নারী ও শিশু সবার আগে, বিপদে দূর্যোগে প্রাধান্য পাবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বেলা ১১টায় সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালী, আলোচনা সভাও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগ যৌথ আয়োজনে জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ.লীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপসস্থিত ছিলেন সিভিল সার্জন সালেহ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোসাদ্দেক আলী। এ সময় বিভিন্ন ইউনিটের পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ২০১৪-১৫ বছরে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংনীয় অবদান রাখার জন্য জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে তালা সদর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক নজরুল ইসলামের হাতে প্রশংসাপত্র তুলে দেন অতিথিবৃন্দ।