
স্টাফ রিপোর্টার ::
“বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি” স্লোগানে সাতক্ষীরায় বিশ^ বসতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচি উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।
পরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান। বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগ, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মুহাম্মদ শাকিউল আজম, উপ-সহকারী প্রকৌশলী মো: ফিরোজ আলী, মো: জিল্লুর রহমান, মো: মোকলেসুর রহমান, সুখেন্দু সরদার প্রমুখ।
এরআগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়।