
ফয়জুল হক বাবু ::
রাষ্ট্রীয় মৌলিক অধিকার এবং জাতিসংঘের সি আর সি (১৯৯০) বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরের উপকূলে অর্ধশতাধিক শিশু অবরোধ কর্মসূচী পালন করেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৪ টায় ‘হিউম্যানিটি ফার্স্ট’ এর সহযোগিতায় ও ‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’ এর বাস্তবায়নে সাতক্ষীরার শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরার বানভাসি শিশুরা বেড়িবাঁধের ওপর অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করে।

‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’ এর সাতক্ষীরা জেলার সমন্নয়কারী শাহিন বিল্লাহ’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’ এর সদস্য মাসুম বিল্লাহ, মাহদী হাসান, শেখ শাকিল হোসেন প্রমুখ।
এসময় তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে থমকে যাচ্ছে শিশুদের ভবিষ্যৎ। তারা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে অনেকাংশে বঞ্চিত। দেশের এবং বর্হিবিশ্বের সংশ্লিষ্ট সবাইকে উপকূলের শিশুদের কথা ভাবতে হবে। তাদের অধিকার নিশ্চিত করতে হবে।