সাতক্ষীরায় ‘বেগম রোকেয়া দিবস’ পালিত


354 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় ‘বেগম রোকেয়া দিবস’ পালিত
ডিসেম্বর ৯, ২০১৫ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা’র মধ্য দিয়ে ‘বেগম রোকেয়া দিবস’ পালিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় জাতীয় মহিলা সংস্থার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় মহিলা সংস্থা জেলা শাখা’র আয়োজনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিসেস সাহানা মুহিত বুলু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজুন নাহার ঝর্ণা।
এসময় তিনি বলেন, ‘বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন ও দর্শন থেকে নারীসমাজ দীক্ষা নিয়ে নিজেদের উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
বেগম রোকেয়া ছিলেন এ দেশের নারী জাগরণের অগ্রদূত। নারী শিক্ষা বিস্তারের মধ্য দিয়ে নারীমুক্তির দর্শন ছিল তার প্রধান লক্ষ্য।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাড. ফরিদা আক্তার বানু। এসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা জেলা কর্মকর্তা মোঃ আনছার আলী, মাঠ সমন্বয়ক শেখ মোকছেদ আলী, প্রশিক্ষক রোকেয়া বেগম প্রমুখ।
এসময় জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।