
আসাদুজ্জামান ঃ
পদ আপগ্রেডেশনের মাধ্যমে বেতন বৈষম্য দূরীকরণ ও ইন-সার্ভিস ডিপ্লোমা কোর্স চালুর দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন করেছে স্বাস্থ্য সহকারীরা। শুক্রবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে বাংলাদেশ হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল।
লিখিত বক্তব্যে বলা হয়, কৃষি তথা পশু-পাখি, হাস-মুরগি, গরু ছাগলসহ গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করে কৃষি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সমমর্যাদাসম্পন্ন কর্মচারীরা ৩০ বছর পূর্বে টেকনিক্যাল মর্যাদা পেয়েছে। এই সময়ে একাধিকবার তাদের পদ ও বেতন আপগ্রেডেশন করা হয়েছে। অথচ আমরা মানুষের চিকিৎসা সেবা প্রদান করেও এখনো টেকনিক্যাল মর্যাদা পায়নি। ১৮ বছর পূর্বে ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সহকারীদের পদ আপগ্রেডেশন ও টেকনিক্যাল মর্যাদা প্রদানের ঘোষণা দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।
এতে আগামী ৩১ মার্চের মধ্যে পদ আপগ্রেডেশনের মাধ্যমে বেতন বৈষম্য দূরীকরণ ও ইন-সার্ভিস ডিপ্লোমা কোর্স চালু করা না হলে আগামী ১ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কর্মবিরতিসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেওয়া হয়।
এ সময় সংগঠনের জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তপুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
##